পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত্ ঘোঁত্ করি, আর চোখ বাড়াবার কথা তুলতেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমতঃ বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি।
— সৈয়দ মুজতবা আলী
এটা মোঃ নোমান ভূঁইয়ার অনলাইন ডায়েরী, যেখানে তার একান্তই নিজের চিন্তাভাবনা এবং গল্প, কবিতা, অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করা হবে। এই ব্লগের সব লেখাই মৌলিক এবং বিনা অনুমতিতে এই ব্লগের কোন লেখাই কপি করা যাবেনা।
আপনি যদি এই ব্লগের লেখাগুলো পছন্দ করে থাকেন তাহলে লেখকের লেখাগুলো শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল নেটওয়ার্কে অন্যদের সাথে।