কবিতা | ক্রূর আন্দোলন



ক্রূর  আন্দোলন
    - মোঃ নোমান ভূঁইয়া

তীব্র বিরহে আক্রান্ত নেতা আজ মঞ্চে
দুঃখবিলাসী প্রেমিকদল শ্রোতা, অতি আগ্রহী
"প্রেম বিনিময়ে ব্যর্থ সকল", বললেন তিনি,
তার চোখে জল, বিরহে করছে টলমল
"আজ অতি আনন্দের দিন, আমাদের হৃদয় জীবিত
এই মঞ্চে আমাদের ভালোবাসা পাবে অমরত্ব!"

অস্থির প্রেমিকেরা কাঁদছে, অন্তরের বিস্মৃত স্মৃতি হারাবে প্রভুত্ব!
দলনেতার উচ্চস্বর, "আমাদের নিয়ে হবে কলরব
গিনেজ বুকে তালিকাবদ্ধ হবে নতুন রেকর্ড
সোশ্যাল মিডিয়ায় কাঁদবে কেউ, হাসবে সুশীল সমাজ
তবু আমাদের প্রেম-ভালোবাসা পৌঁছে যাক, ওদের নিকট
যারা প্রেম বিনিময়ে হয়েছে ব্যর্থ।"

নীরব শ্রোতাদের হাতে সায়ানাইড,
ঘরে ঘরে হচ্ছে লাইভ টেলিকাস্ট, পুলিশসুপার উদ্বিগ্ন
নগর জীবনে বড় তাড়াহুড়া-
পুলিশ ছুটছে, মন্ত্রীর চিৎকার, সেকেন্ড সেকেন্ডে ছাপা হচ্ছে আর্টিকেল
প্রেমিকারা নীরব, তারা ভাবছে সব ভণ্ডামি, সুন্দর মঞ্চনাটক!

শুভ্র, আজ যার প্রেমিকার বিয়ে অন্যত্র
সইলো না আর অপেক্ষা, ভিড়ের মাঝে হঠাৎ বিষপান
হায় হায়! আরো অনেকের পানের তাড়াহুড়া
নেতার ঘোষণা, "থামো থামো, সময় নয়তো এখন!"
প্রেমিকাদের ছোটা শুরু, থামাতে হবে এই ক্রূর আন্দোলন
পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল আর রাবার বুলেট
সব লণ্ডভণ্ড, শুভ্র অচেতন, চোখে অজস্র স্মৃতি!

লেখার সময়কালঃ  ১১ই জানুয়ারি, ২০১৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ