
My rating: 5 of 5 stars
বইটা পড়ে শেষ করলাম মাত্র। পুরোটা বই প্রথম থেকে যেভাবে গুছিয়ে আসছিলো বুঝতেই পারি নাই কে আলোর লোক, কে অন্ধকারের। সে সালামের ভালো চায়, আর কে চায় না। পুরোটা বইয়েই সালামের সাথে সাথে আমিও দ্বিধাগ্রস্থ ছিলাম। আর শেষ এন্ডিংটা যেন হুট কইরা মাথায় বাড়ি দিয়া গেছিলো।
পরের বইয়ের অপেক্ষায়। এই বইয়েই এত কিছু পাইছি যে পরের বইয়ে কি হবে কল্পনাতেই আসতেছে না। সাম্ভালার মতো এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি দেখে ভালো লাগছে।
View all my reviews
0 মন্তব্যসমূহ