তোমার জন্যে

তোমার জন্যে
 - মোঃ নোমান ভূঁইয়া

জীবনটা তোমার যেমন আছে তেমনই ভালো
যদি থমকে যেত সময় এইখানে এইভাবে
যেমন করে তুমি ভালো আছো যেভাবে এখানে,
অনেকখানি বৃষ্টি বর্ষিত তোমাকে ভালোবেসে
নীল পাখিসব গেয়ে শোনাতো গান তোমাকে,
রাজনীতির মাঠে সকলের হাতে হাতে থাকত ফুল
সংস্কৃতিবান সকলে সলজ্জ সাজে হত সজ্জিত,
ভায়োলিন হাতে স্বর্গীয় সুরে তোমাকে মানাত ভালো।
সকল কর্মযজ্ঞ থেমে যাক এই অম্বরে নিমিষে
এখন থমকে যাক সময় এইসময়ে, তোমার জন্যে। 


লেখা - ২ জানুয়ারি, ২০১৯

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ