কবিতা । আমার প্রস্থান


আমার যদি আর ফেরা না হয়
তোমরা অবাক হয়ো না,
আমার যদি আর কখনও লেখা না হয় কবিতা
তোমরা অবাক হয়ো না,
আমি যদি চলে যাই কখনও যোগাযোগহীন দূরত্বে
তোমরা দয়া করে কেউ অবাক হয়োনা।

আমি বিহঙ্গ হয়ে উড়ে চলে যেতে পারি
নীল সীমাহীন ঐ আসমানে,
ভেসে যাবো জলে জুপ্ল্যাংকটনের মতন,
আনুবীক্ষণিক চোখ লাগবে খুঁজে পেতে।

আমার ভীষণ অভিমান,
তা যদি বুঝতে চাও, গাছের ভাষা বোঝ?
মাটির ভাষা, বায়ুর যে কথা বলে, শোন?
আমার অভিমান ওরা বোঝে, মানুষেরা ভান করে।

আমি হয়ত একঝাঁক কাকের মাঝে হারিয়ে যাবো
প্রত্যহ সকালে ওদের সাথে টুকটাক কথা হয়;
ওদের সাথে হারিয়ে যদি যাই,
তোমরা অবাক হয়োনা, ফেসবুকের ট্রেন্ড আমায় বানিয়োনা।
আমার আর কখনও ফেরা হবেনা
একটিবার হারিয়ে যাই যদি।
আমার হৃদয় এখন মানুষের ভালোবাসা বোঝেনা।

লেখাঃ ২৩/৭/২০১৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ