কবিতা | নিরপেক্ষ

নিরপেক্ষ


একটু বসে হাল্কা দূরে,
নিরিখ করি ওদের গতিবিধি।
নই এদলে নই ওদলে,
ওদের মাঝে সত্য আর সততটাই কেবল খুঁজি।
জীবন আমাকে দাঁড় করাচ্ছে কতশত মঞ্চে-
আমায় বলতে হবে গণমানবের সামনে
সহজ সত্য এক বুলি;
এ আমি হোঁচড় খাই- ভুল করি বারবার
নতুন করে শিখছি কতকিছু- হচ্ছি সাবধান।
সত্যটা আমায় বুঝতে হবে
আমি নইতো সাধারণ কেউ-
নীল সমুদ্রে এক সত্য সন্ধানী ঢেউ।
এ আমার ভুল হয়,শত্রু হয় সবাই
তাদের চোখে তবু সত্যের নির্বাক বীজ খুঁজি।
আমি তাকিয়ে রই-
তাদের আঘাত পড়ে পিঠে, মস্তকে, পাঁজরে
উঁহ শব্দটি করি না, রক্তক্ষরণ হয় মনে।
একসময় ওরাই বীজটা খুঁজে পায় আপনাতে,
একসময় বৃক্ষ হয়ে সত্যের আলো ছড়ায়,
ততক্ষণে আমার জন্যে কবর খোঁড়া হয়ে যায়।
- ২৬ এপ্রিল, ২০১৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ