কবিতা | একটি গোলাপ

একটি গোলাপ

    
একটি গোলাপ তোমার জন্যে,
যে কখনও হাসোনি দুবেলা খাওনি বলে।
যে পথেঘাটে, রোজ রোজ হাত পাতো শেষজীবনে
সন্তানদের ঘরে ঠাঁই পাওনি বলে।
একটি গোলাপ তোমার জন্যে মা,
যে তুমি যোদ্ধা ছেলে না ফেরার বেদনা বুকে নিয়ে,
চলে গিয়েছো দূর দূর ঐ না ফেরার দেশে।
একটি গোলাপ তোমার জন্যে ব্যর্থ প্রেমিক,
যে তুমি জীবনযুদ্ধে  রয়েছো আজও টিকে, হেরে যাওনি।
একটি গোলাপ তোমার জন্য বাবা,
যে তুমি সন্তানের সুখের জন্যে খেটেই জীবন করো পার।
একটি গোলাপ তোমার জন্যে ক্লান্ত কবি
যে তুমি শব্দ যুদ্ধে নেমে কাব্যগ্রন্থকের বদলে রক্তাক্ত হয়ে ফিরেছ,
একটি গোলাপ তোমার জন্যে হে নিরীহ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান,
উগ্রবাদীতার তলোয়ারে যে তোমাদের রক্ত আজও রয়েছে লেগে।
একটি গোলাপ তোমার জন্যে হে নিরীহ ছাত্র
যে তুমি শিক্ষার রোষানলে পড়ে হারিয়ে গিয়েছো!
একটি গোলাপ তোমার জন্যে নিশ্চুপ নির্বাক যান্ত্রিক নগরী
যে নগরীতে প্রাণ নেই, উচ্ছ্বাস নেই! কোথাও কেউ হাসে না।
একটি গোলাপ তোমার জন্যে সবুজ গ্রাম
যে খানে প্রতিটা জীবন একেকটি অনিন্দনীয় কাব্যগ্রন্থ।
একটি গোলাপ আমার জন্যে তোমার জন্য সবার জন্যে,
যে আমি-তুমি-আমরা বেঁচে আছি একে অপরের জন্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ