কবিতা | মুক্তির মিথ্যে পথ

মুক্তির মিথ্যে পথ
            
উৎসর্গঃ বন্ধু "মাহফুজুল হাসান সজিব" কে।


আমার  দুঃখের কিছুটা ভাগ দেব তোমায়
নেবে নাকি সুন্দর করে কাটা এক ফালি দুঃখ-কষ্ট?
আমার চোখের পানি দেব তোমায়
নেবে নাকি আঁচলে মুছে দুফোঁটা নষ্ট মানুষের চক্ষুজল?
জানি তোমায় এসব বলা অর্থহীন
গুরুচণ্ডালী দোষে দুষ্টের মত আচরণ।
দুফোঁটা চক্ষুজলের আর কি এত দাম?
কবিরাই মুক্তো বলে আখ্যা দেয়, বাস্তবিক কি তাই?
তোমার আঙ্গিনায় এই তো সেদিন অপরাহ্নে
হেঁটে হেঁটে গিয়ে পড়েছিলাম হোঁচড় খেয়ে,
আপন দুঃখে বিভোর ছিল তোমার বাড়ির দারোয়ান
আমার পড়ে যাওয়া তার চোখে পড়েনি,
পড়েনি চোখে হাঁটু থেকে ঝড়ে পড়া রক্তও।
নিষ্প্রাণ সেও, মাইনে পেয়েও শোধ হয়নি
মেয়ের পাঁচ মাস জমে থাকা স্কুল ফি।
আবার ঐদিন দেখলাম পাজেরো চড়ে যে লোকটি
সকালে ফুর্তিতে ছিল,
সন্ধ্যেতে সেই পাজেরোয় তার মা'র
শেষ নিঃশ্বাস পড়ে গেল।
বউয়ের কিডনিতে প্রব্লেম, সরকারী চাকুরীজীবী রহিম
অল্পেতে হচ্ছেনা চিকিৎসা, ভাবলো ঘুষ নেই নাহয় কিছুদিন।
স্ত্রী সম্পূর্ণ ঠিক হল, বাসায় ফিরলো
হায়! বাসায় তার স্বামী নেই,
মন্দভাগিনীর জানা নেই তার স্বামীর নয়াবাস কারাগার।
যেখানে তার স্বামীর একাকীত্বের সঙ্গী ছোট্ট এক টিউমার।
এই দেখেছো, দুনিয়ার সবাই দুঃখী।
একমাত্র তুমি ছাড়া। এত কেন সুখী হলে?
ঠাট্টাই তো করেছিল সে, তাই বলে কবরবাসী হলে?
তার প্রেম মিথ্যে ছিল, আমারটা কি সত্যি নয়?
এই যে দেখো মরে গিয়ে বেশ সুখেই আছো,
আজ আমি অসুখী হলাম, তোমার বাবার হার্ট ফেল হল।
তোমার মায়ের শোকে আধমরা অবস্থা।
তোমার ছোটবোনের বিয়ে হচ্ছে না,
বড়বোনের আত্মহত্যা করা যেন তারই দোষ!
একেলা হয়ে সুখী হলে; আমাদের অসুখী করে
কেমন আছো জানি না ঐ অন্ধকার ঘরে।
ভালোই আছো।ভাবলাম, তোমার কাছে কষ্টগুলো রেখে
আবার বেঁচে ফিরব,বড়ই নির্জীব সব-সবাই।
কিন্তু তুমি নেই যেন গাছে প্রাণ নেই
তুমি নেই যেন সমুদ্র শুকিয়ে খাঁ খাঁ মরু
তুমি নেই যেন বাতাসে ছড়িয়ে ছিটিয়ে বিষাদের উষ্ণতা
তুমি নেই যেন সবাই বেঁচে থাকা ভুলেই গেছি।
কিছুটা কষ্ট নিয়ে আমাদের চিরকৃতজ্ঞ করো,
আমাদের কষ্ট নিয়ে কিছুটা হলেও বুঝতে চেষ্টা করো,
সরে যাওয়া মানেই, মুক্তির আদানপ্রদান নয়।
তুমি মুক্তি খুঁজেছ মিথ্যে পথে,আঁধারঘন ভুল অরণ্যে।
কষ্ট কিভাবে নেবে, দেবই বা কিভাবে?
যেখানে থাকো সেখানে দোয়া ছাড়া আর কিছু কি যায়?


  লেখা ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও পড়তে দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ