কবিতা | ফেরত খাম


ফেরত খাম

একলা যদি হও তবে
কলমটা হাতে নিও,
ধূসর আকাশের বিষণ্ণতা
তোমার কবিতায় মেখে দিও।

হাজার কথা হাজার শব্দে করো বন্দি 
তোমার মনোবেদনার নিখুঁত প্রতিচ্ছবি,
হয়ে যাক শান্ত সব, স্তব্ধ নিবিড়
তোমায় বিষণ্ণতার ছোঁয়া পেয়ে।

এই নগরী তোমার বুকে
যে নকশা এঁকেছে বেদনার,
তার কিছুটা ভাগ তোমার কবিতায় দিও
পারলে দুফোঁটা চোখের জল কলমের কালিতে মিশিয়ে দিও।

যত দুঃখ যত বেদনা একটা খামে করে বন্দি
পাঠিয়ে দিও আমার ঠিকানায়,
পারলে তোমার কবিতাটাও।
তোমার সব বেদনা আমি আমার করে নিব
তোমার সব বেদনায় নিজেকে জড়িয়ে
ফেরত খামে আমার সব সুখ তোমায় পাঠিয়ে দিব।

লেখা ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও পড়তে দিন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ