শিরোনাম

শিরোনাম
- মোঃ নোমান ভূঁইয়া

রোজ সকালে নিয়ম করে পত্রিকা আসে মায়াবতীদের ঘরে,
বার্তা আনে দেশের। সুখদুঃখের চিত্র দশের।
তার বাবার ভারী আগ্রহ এসবে
কিন্তু মেয়েটি হঠাৎ-ই খবর কাগজ পড়ে।

আজ তার প্রাইভেট ছিল ৮ টায়,
মিস হয়ে গেল দেরীতে বিছানা ছাড়ায়।
কলেজ যাবে কিনা ভাবছে ইতিউতি
'ও' কেমন আছে খবর নিব কি?
ঘুরছে কেমন?দুদিন হল সিলেট গেল
নো টেক্সট, নো ভয়েস কল। ভুলে গেল নাকি?
এসব ভেবে মায়াবতীর রাগ হচ্ছে ভারী।

কি মনে করে পত্রিকা নিল হাতে
না আমি কেন খোঁজ নিব প্রতিবার?
ওই নিক না। এত কেন অহমিকা তার!

শিরোনামে তার আটকে গেল চোখ,
"সিলেট এসে আততায়ীর হাতে কুমিল্লাবাসী দুই ফ্রেন্ড জখম, এক ফ্রেন্ড খুন"
মায়াবতী জলদি করে চোখ সরাল ছবির দিকে-
লাশের সাথে 'ওর' চেহারা এত কেন মিলে??!!

যাওয়ার সময় আদর করে বলেছিল হেসে
রানী ওগো, দুদিনই তো ফিরব দেখ ঠিকই
ফেরার সময় নিয়ে আসবো নীল রঙ্গা এক শাড়ি।
এই বুঝি তার প্রতিজ্ঞা, এক শিরোনামেই শেষ!
বুকের মধ্যখানে ব্যথারা ছড়াচ্ছে কালনাগিনীর বিষ।

নোমান নাম তার, ছোট্ট-সুন্দর-কাল্পনিক
অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে-
হারিয়ে গেল হঠাৎই;
যাওয়ার দিন মায়াবতী চেয়েছিল একটি কবিতা।
মনের কোণে জমা প্রথম সিলেট ভ্রমন নিয়ে অস্ফুট ভয় নিয়ে
লিখেছিল কবিতা "শিরোনাম!"
দুদিন পর আজ সে কবিতা অক্ষরে অক্ষরে সত্যি হবে,
মায়াবতী ভাবেনি।মায়াবতী ভাবেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ