স্বপ্নেরা দুই ভাই

স্বপ্নেরা দুই ভাই
- মোঃ নোমান ভূঁইয়া

অস্পর্শ তুমি, হে স্বপ্ন
বরাবরই করেছো কার্পণ্য!
এই যে শিতানের পাশে-
অজানা ভোরের আশা ঘুম পাড়িয়ে,
পা বাড়াই তোমার গভীর জগতে!
যে জগতে স্বপ্নকে সত্যি বলে ভ্রম হয়!
দূরের পাখিকে খাঁচায় বন্দি তোতা বলে মনে হয়।
এ কেমন অস্পর্শ বাঁধন জুড়িয়েছ
ঘুম পেলেই তোমার আমার দেখা হয়-
কখনও নদীর পাড়ে ঘাসের চাদরে
কখনও কখন জোৎস্না মাখা রাতে
আবার মনে হয় হারিয়ে যাচ্ছ বহুদূর
আবার যেন এসেছো একঝাঁক সুখপাখি নিয়ে।
কখনওই তোমার দেখানো স্বপ্ন সত্যি হয়নি,
কষ্ট পেয়েছি শুধু, সুখ পাইনি।

আরেক তুমি কঠিন বড়, হে স্বপ্ন
নিদ্রা নিয়ে কেড়ে অদৃশ্য শক্তি দাও ঠেসে।
তোমার দেখানো পথে চলার জন্যে গভীর প্রত্যয় দাও জুড়ে-
সময় যাচ্ছে চলে যাক, রাত শেষ হয়ে যাচ্ছে যাক; যাক না
চোখের নিচে কালি জমুক,পেটপূজার অনিয়মে গ্যাস্ট্রিক হোক; হোক না
আমার খোলা চোখে জীবন বদলের দলিল হয়ে এসে,
নিদ্রা কেড়ে, শরীর ভাঙ্গিয়ে তোমার সাধ-চাওয়া
করছো পূরণ;
কষ্ট দিচ্ছ হঠাৎ হঠাৎ, সুখ আনছো হঠাৎ হঠাৎ
তাই ভালো,
তোমার ভাইয়ের ন্যায় তো আর মিথ্যেবাদী নও।

এই যে স্বপ্ন, তোমরা দু'ভাই-
একভাই দেখাও স্বপ্ন নিদ্রা গেলে
অন্যভাই কখনও ঘুমাতে দাও না।
এই যে তোমরা, পরস্পরবিরোধী
একই বৃন্তে দুটি ফুল যেন-
জোনাকির আলো যেন-
ছড়াচ্ছ সুবাস,রঙীন-সাদাকালো আলোকচ্ছটা।
একের সুবাস নেই,যেথায় রুপ তার বাহারি
আরেকের সুবাসে প্রাণ জুড়ায়, যেথায় রুপ তার কদর্য।
একের আলোয় দৃশ্য সব চোখের ভুল,
আরেক আলোয় আঁধার সব যায় দূর।

এই যে আমরা, মানুষ যারা
এ দু'ভাইয়ের কারণেই বেঁচে আছি সানন্দে।
তাদের ছাড়া আমরা যন্ত্রমানব নই কি??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ