জ্বালাময় অতীত

জ্বালাময় অতীত
     - মোঃ নোমান ভূঁইয়া

যখন হেরে যাওয়াটাই কপালে লিখা থাকে,
অতীতের নাদানি আর নির্বুদ্ধিতার জন্য!
তখন কিছুই বলার থাকে না,
না প্রতিদ্বন্দ্বী 'সময়' কে, না সাহায্য কারী বন্ধুকে।
দুচোখ শুধু ছলছল করে,
নির্বাক কন্ঠে হোঁসহাঁস শব্দ বেরুয়-
বুকের বাম পাশে কেমন যেন অস্থিরতা লাগে,
তখনই কেবল নিজেকে অনেক অসহায় লাগে।
যেন মরে যাই যাই করেও যাচ্ছি না,
যেন আত্মা আটকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে.....
এ কেমন বাঁচা বেঁচে আছি?
কিন্তু আমি জানি লড়াই করে যেতে হয় শেষপর্যন্ত।
যদি কোন জিজ্ঞাসু দৃষ্টি জানতে চায়,
নোমান কে? মানবা কে?
যেন আমি বলতে পারি, নোমান সে যে অনেক স্বপ্ন দেখে।
মানবা সে, যে স্বপ্নকে বাস্তবে রুপান্তর করতে পারে।
এ প্রহরে আমার মিনতি অতীত তোমার কাছে,
আর জ্বালিয়ো না, আর জ্বালিয়ো না
আমায় উঠতে দাও, আমায় বাঁচতে দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ