অপছন্দের কবি

অপছন্দের কবি
     - মোঃ নোমান ভূঁইয়া

বালিকা চেয়ে দেখো ঐ নীলাম্বর,
সলীল সরোবর আর রুক্ষ সাহারা
শেষ বেলার উড়ন্ত চিল
সূর্যোদয় আর তন্দ্রাচ্ছন্ন রাত্রির ঝাপসা
জ্যোৎস্নায় মাখামাখি কুয়াশা,
সবই কত সুন্দর, আহা!!
বালিকা চেয়ে দেখো, সব বিষণ্ণ
বালিকা এইবার দেখ, তারা হাসছে
বালিকা....বালিকা...বালিকা...
বালিকা চলে গেল,
সে কবিদের অপছন্দ করে।
কিংবা এই কবিই তার পছন্দের নয়।

লিখিতঃ ১০ নভেম্বর, ২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ