দৃষ্টিতে বিস্ময়...

দৃষ্টিতে বিস্ময়...
   - মোঃ নোমান ভূঁইয়া

হয়ত এখানে শিশির ফোঁটা সবে
আসতে শুরু করেছে দলে দলে,
ভোর হতেই দেখা যাবে ঘাসের উপর
তাদের বিস্তার; সুদূরে কুয়াশার চাদর!
চারিদিকে চেয়ে রইব অবাক দৃষ্টিতে।
অবাক হব, ভেবে দেখব ঘাসও তবে কাঁদে।
সূর্য উঠবে, শিশির হাসবে কুয়াশা যাবে দূর...
আমার চোখের কোণে এক ফোঁটা জল,
তাও শুকাবে, শুকনো স্থানে পুড়ে যাবে।
অদৃশ্য পোড়া জ্বলতে যেয়ে ক্ষান্ত হবে
আরো কয়েকফোঁটা চক্ষুজল গড়ালে।
আপন ঢঙে বাষ্প হয়ে  উড়ে যাবে শিশির,
যেতে যেতে অবাক দৃষ্টিতে দেখবে উদাসমুখো আমায়,
সে দৃষ্টিজুড়ে রইব বিষণ্ণ আমি আর অপার বিস্ময়!

লিখিতঃ ১২ নভেম্বর, ২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ