অস্থিরতার প্রতিলিপি

অস্থিরতার প্রতিলিপি....
        - মোঃ নোমান ভূঁইয়া

অন্যান্য দিনের মতই ছিল সেদিন
সূর্য উঠেছিল পূবে, ডুবেছিল সেই পশ্চিমে
ভর দুপুরে ক্লান্ত পথিক ঘেমে নেয়ে একাকার হয়েছিল।
স্কুল ফেরার পথে বাচ্চাটি বোতল নিয়ে খেলছিল
বিকেলেতে সবুজ গ্রামে দুষ্টের দল-
বাতাসে ছেড়েছিল শখের ফানুস,
বরাবরের মত দেখছিল তারা রঙ্গীন স্বপ্ন।
ব্যস্ত মতিনের মা ব্যাচেলরদের রেঁধে খাইয়ে দুপুরে ফিরে
অসুস্থ মতিনকেও এসে ওষুধ খাইয়েছিল।
চিল উড়ছিল বরাবরের মতই
মাছেরা হাঙ্গর দেখে পালিয়েছে বরাবরের মতই।
অন্যান্য দিনের মতই ছিল সেদিন,
সব কিছুই ছিল অন্যান্য দিনের মতন, সহজ-সরল-স্বাভাবিক।

শুধু বেলাশেষে সবাই যখন ঘুমাতে যাবে তখন
তোমার উড়োচিঠিতে স্বাভাবিকের বিচ্যুতি ঘটেছিল।
তুমি বলেছিলে বিদায় দিতে, দিয়েছি বটে হাস্যমুখে
ভেতরে ভেতরে পুড়ছিল কিছু, সেই আদিম দহন।
আজও সেদিন ভুলিনি, ভুলবনা
যদিও সেদিনের পর মাস পার হয়েছে,
গুনে গুনে প্রতিটা সেকেন্ড লিখে নিয়েছে অস্থিরতার প্রতিলিপি।

সেই প্রতিলিপির দাবি, আমি কাঁদছি।
সেই প্রতিলিপির দাবি, আমি হাসতে হাসতে পুড়ছি।
সেই প্রতিলিপির দাবি, আমি কষ্ট পেয়েছি তাই কাঁদছি,
কষ্ট পেয়েছি বলেই কেঁদে এসেছি -
কাঁদব বক্ষপিঞ্জরের ওপাশে যতদিন সে রইবে।
সেদিন পারতপক্ষে চমৎকার ছিল,
গতানুগতিকের পুনরাবৃত্তি ঘটেছিল,
রাতের আঁধারে ভালোবাসার অপমৃত্যু ঘটেছিল সেদিন।
এই আমি বেঁচে আছি,কথাটা মিথ্যে।ঘোরতর মিথ্যে।
কে বা কারা রাতের আঁধারে ঘরে ডুকে,
এই আমিকে মেরে পালিয়েছে।
সেই প্রতিলিপির দাবি, সেটা তুমি ছিলে।

লিখিতঃ ১০ নভেম্বর, ২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ